আমি ১০০ টাকা বাজি ধরে বলতে পারি, আওয়ামী দের আর্গুমেন্টটা কি হবে।
সূরিয়াল কমেডি হইলো আমার এই স্ট্যাটাস টাই হয়তো তারা কপি করে শেয়ার করবে।
´’দক্ষিণ গোলার্ধের পোস্ট কলোনিয়াল রাষ্ট্র গুলোতে মাফিয়া তন্ত্রের হাতে জনগণের জিম্মি হওয়াটা নতুন কিছু নয়। উন্নয়নের প্রাথমিক স্তরে এই ধরনের প্রবণতা দেখা যায়। পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড, ভারতে মাফিয়াতন্ত্রের হাতে, কর্পোরেট তন্ত্রের হাতে জনগণের অধিকার কুক্ষিগত হওয়ার এমন উদাহরণ আছে। বাংলাদেশ রাষ্ট্রেও ৭৫ সাল বঙ্গবন্ধুর হত্যার পরে এই প্রবণতা গুলো শুরু হয়েছে।
দুঃখ জনক হলো, শাসনতন্ত্রের বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনাও তাদের হাতে বন্দী। কিন্তু খেয়াল রাখবেন তিনিই এই মাফিয়াদের হাত থেকে বাংলাদেশকে সম্পূর্ণ কুক্ষিগত করে রাখা থেকে জনগনকে রক্ষা করে রেখেছেন।
এবং এক সময়ে এই লড়াই এ তিনি সফল হবেন।
ধীরে ধীরে তিনি এই মাফিয়াতন্ত্রের ছোবল থেকে বাংলার জনগনকে মুক্ত করবেন।
এই টুকু সময়টুকু তাকে দিতে হবে। কারণ, আপনি নিজেই বলেন আসলে বিকল্প কোথায় ?
আর আলজাজিরা স্বাধীনতা বিরোধীদের বিচার ঠেকাতে কি ভূমিকা রেখেছিল তা তো জানেনই ।
আর আমি অনেক গভীর ভাবে পর্যবেক্ষণ করে এই ডকুমেন্টারিতে নতুন কিছু পেলাম না, সবাই এগুলো জানে। পোস্ট কলোনিয়াল ডেভেলপিং দেশে এমনই স্বাভাবিক।
আগেও এমন ছিল।
এখন ইনটারনেটের কারণে এই গুলো বেশী প্রচারিত হচ্ছে ? তো আপনাকে এই ইন্টারনেট কে দিয়েছে ? শেখ হাসিনাইতো ?
যিনি দিয়েছে তাকে নিয়ে এই ধরনের ভিডিও দেখা কি আপনার শোভা পায় ?
ফলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপরে আস্থা রাখুন। এই মাফিয়া তন্ত্রের নাগপাশ ছেড়ে তিনি আপনাদের ঠিকই মুক্ত করবেন।