শেখ হাসিনা কি জর্জ ওরওয়েল পড়েছেন

শেখ হাসিনা কি জর্জ অরয়েল পড়েছেন  ?

আমি বলবো না, পড়েন নাই।

আমি জানি আপনি কি বলবেন। আপনি বলবেন শেখ হাসিনা অরওয়েল পড়েছেন কারণ তিনি ডবল স্পিক বলতে পারেন ?

কিন্তু আপনার সাথে আমি দ্বিমত করবো।

আমি এমন কি প্রশ্ন করবো, ডবল স্পিক বিষয়টি সম্পর্কে আপনার ধারনা ভুল। আমি জানি আপনি আমার এই কথাটায় ক্ষুব্ধ হবেন।

আপনি বলবেন, আমি আপনার ইন্টেলিজেন্সকে অপমান করছি।

আপনি তখন উদাহরণ দিয়ে দেখাবেন যে,  

’যারা ভোট চুরি করে, তারা ক্ষমতায় এলে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে’

অথবা

’বিচারবহির্ভূত হত্যার ধারাবাহিকতা বন্ধ করার চেষ্টা করছি’

বা

জনগণ পাশে বলেই একের পর এক ভোটে জিতছি: 

এই গুলো   প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ওরওয়েলিয়ান ডবল স্পিক।

নো ভুল।

এই গুলো ডবল স্পিক না। এই গুলো অন্য জিনিষ। অন্য জিনিষটা কি বুঝতে হলে আপনাকে ডবল স্পিক কি তা বুঝতে হবে।

ইউ সিন ওরওয়েলের ডবল স্পিক কি ?

ডবল স্পিক হচ্ছে আপনি একটা জিনিষ বলবেন কিন্তু আপনি মিন করবেন অন্য কিছু মনে করুন।

ইউ সি বেশ কয়েক ধরনের ডবল স্পিক হতে পারে 

  কিন্তু ডবল স্পিকে আপনি বলবেন একটা মিন করবেন, আরেকটা জিনস।

 

ওয়িলিইয়াম লেড, ডবল স্পিক নামের বইয়ের রচয়িতা বলেছেন ডবল স্পিক হচ্ছে,

double speak is designed to evade responsbility .

make the unpleasant , pleasen.

basically its langauge desinged to mislead, while pretending to not to.

ডবল স্পিকের আরো একটা ভাল  সংজ্ঞা হচ্ছে।

inflated language that is desingned to make simple seem complex

মানে সহজ জিনিষকে কঠিন করে দেখানো হচ্ছে ওরওয়েলের ডবল স্পিকের একটা বৈশিষ্ট্য ।

অরওয়েলের  ধারনাটা হচ্ছে।

To know and not to know. to be conscious of complete tuthfullness.

while telling carefully constructed lies.

 

ডবল স্পিকের উদাহরণ হচ্ছে।

আর্মি এখন আর খুন করে না পেসিফাই করে, নিউট্রালাইজ করে, ডিজাবল করে, এসেট এলিমিনেট করে।

নিরীহ সিভিলায়নের মৃত্যকে বলা হয়, কলাটরাল ড্যামেজ। পুরো একটি এলাকা কে বোমা মেরে হাজার হাজার মানুষকে হত্যা করাকে বলা হয়, কারপেট বম্বিং। ইরাকের গনহত্যার শুরুতে মারকিন আক্রমণকে বলা হয়েছিল, শক এন্ড ও ।

যেমন ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণকে বলা হয় , নন পারফর্মিং এসেট।

যেমন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য,

 “While Hillary said horrible things about my supporters, and while many of her supporters will never vote for me, I still respect them all!”

এইটা এক ধরনের ডবল স্পিক।

কারণ শেখ হাসিনা অনেক সময়ে এমন কিছু কথা বলেন যা, ডবল স্পিক মনে হলেও ডবল স্পিক না। এই গুলো ফ্লাট আউট লাই।

’যারা ভোট চুরি করে, তারা ক্ষমতায় এলে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে’

অথবা

’বিচারবহির্ভূত হত্যার ধারাবাহিকতা বন্ধ করার চেষ্টা করছি’

বা

জনগণ পাশে বলেই একের পর এক ভোটে জিতছি: 

এই গুলো ডবল স্পিক না। ফ্লাট আউট লাই। 

3 Comments

  1. দারুন লেখেছেন। ভাই করোনা নিয়ে রিসেন্ট আপনি চিন্তাভাবনা কি করছেন শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published.