ফ্যাসিস্টের ফাইনাল যুক্তি ভায়োলেন্সের

ফ্যাসিস্টের সেকেন্ড লাস্ট  যুক্তি হইলো, আমার উপরে ভায়োলেন্স করা হয়েছিল। তাই আমি ভায়োলেন্স করি।

লাস্ট যুক্তি হলো, আমি যদি ক্ষমতা ছাড়ি। আমার উপরে ভায়োলেন্স করা হবে, তাই আমি ভায়োলেন্স করে ক্ষমতা ধরে রাখি।

ইউ সি, ফ্যাসিস্টের শেষ দুইটা যুক্তিই আপনি জানেন তাহলে আপনি তার সাথে কি আর্গুমেন্ট করবেন ?

ইউ সি ফাসিস্টের কিন্তু এইটা  বাদে আর  কোন যুক্তি নাই। তার ফাইনাল যুক্তি ভায়োলেন্সের। এইটা যুক্তি না, এইটা কোন বয়ান না, এইটা কোন কাউন্টার আর্গুমেন্ট না- এইটা ব্রুট পাওয়ার  ফিজিক্যাল থ্রেট এবং তার এপ্লিকেশান- আপনি মোকবেলা  করতেছেন।

আপনি যদি মনে করেন, আপনি ফ্যাসিস্টকে যুক্তিতে পরাজিত করবেন, ইউ আর রং।কারণ সে জাস্ট টাইম পাসের জন্যে আপনার সাথে বিতর্ক করতেছে। সে সিমপ্লি একটা ভায়োলেনট পাওয়ার দিয়ে, আপনাকে সাপ্রেস করে রেখেছে।

আপনি যদি মনে করেন, আপনি ন্যারেটিভের লড়াই ই হেরে গ্যাছেন।

তাই,  আপনাকে আরো সুন্দর সাজানো ন্যারেটিভ নির্মাণ করতে হবে।  আপনি আরো রং, আন লাইক আরলিয়ার টাইম শেখ হাসিনা এবং তার লুটেরা বাহিনী  সব কিছু প্রকাশ্যে করতেছে। তাদের ভিউ হচ্ছে, পারলে আমাকে ঠেকা ?

এই খানে কোন ন্যারেটিভের বিষয় নাই। একটা ছোট বাচ্চাও জানে দেশে কি হচ্ছে। সোশাল মিডিয়াতে কমেন্ট সেকশান দেখেন। দেশে কোন চিন্তাশীল মানুষ নাই যে, রিয়ালিটি বোঝে না যে আপনাকে ন্যারেটিভ নির্মাণ করে কাউকে  দেখাইতে হবে, বুঝাইতে হবে।

যেইটা আপনার বাকি আছে, যেইটা আপনার একমাত্র করনীয় তা হলো, সকল দ্বন্দ্ব ভুলে  একত্রীত হওয়া যূথবদ্ধ হওয়া । সমাজের সকল শক্তিকে সম্মিলিত করা।

এইটাই কাজ। এইটা করলে, ফ্যাসিস্টের পাশবিক শক্তির বিরুদ্ধে আপনার সামাজিক শক্তির একটা কন্সেন্ট্রেশান হবে। একমাত্র এই  সমাজিক শক্তিই  ফ্যাসিস্টকে পরজিত করতে পারে।

ফ্যাসিস্টের সেই পতন  সেইটা আন্দোলন হবে, নাকি নির্বাচনে হবে নাকি  সেইটা পরের প্রশ্ন। কিন্তু প্রথম প্রশ্ন একত্রীত হওয়া।

আপনার একমাত্র  কাজ এখন এলায়েন্স বিল্ডিং। বিরোধী পক্ষদের মধ্যে যে দূরত্ব গুলো আছে তা দূর করা। এইটাই ফ্যাসিস্টের ভায়োলেন্সের রাজনীতির বিরুদ্ধে আপনার এক মাত্র রাজনীতি।

কিন্তু এইটা না কইরা আপনি যত দিন বিচ্ছিন্ন থাকবেন, চিন্তায়, মনে, মাঠে, সোশাল মিডিয়াতে, বয়ানে, ভাষায়- ততদিন এই ফ্যাসিস্টের পতন প্রথম কন্ডিশান টাই তৈরি হবেনা।

আই রিপিট,  পতন হবে কি হবেনা সেইটা পরের প্রশ্ন। কিন্তু,  আজকে বাংলাদেশের বাম, ডান, মিডল সকল পক্ষে যদি চিন্তায়, কাজে, বয়ানে, টেবিলে আন্দোলনে, মাঠে- সব জায়গায় এক হইতে না পারে, তবে এই সরকারের পতনের প্রথম কন্ডিশান টাই তৈরি হবেনা।

সেইটা যদি হয় তারপরে,  ফ্যসিস্টের পতন সময়ের ব্যাপার মাত্র।

এই ঐক্য  হইতে যদি আরো দশ বছর লাগে, এই সরকার আরো আরো দশ বছর থাকবে । এই ঐক্য যদি  এক  মাসে তৈরি হয়  তবে এই ফ্যাসিসট এক মাস টিকে থাকবে।

ফলে, আপনি ইতিহাসের কাছে আপনি কত শক্ত বয়ান তৈরি করেছে, কত শক্ত বক্তিমা  দিছেন, বা নিজের দলের কত লোক নিয়ে মিছিল করেছেন সেই নিক্তিতে নয়- আপনি জাজ হবেন- আপনি যূথ বদ্ধ হয়েছেন নাকি বিচ্ছিন্ন থেকে ফ্যাসিস্টকে এনাবল করেছেন সেই নিক্তিতে।

চিয়ার্স ভাইডি।

3 Comments

  1. কিন্তু এই ঐক্যের কাজটা করতে গেলে যে ধরনের ঝুঁকি নিতে হবে ও গ্রহণযোগ্যতা থাকতে হবে সেরকম নেতা নেই। কারণ ঐ কাজটি করতে গেলেই সরকারের পক্ষ থেকে তার পীছনে সব ধরনের শক্তি ব্যবহার করা হবে। তাই ভয়েই কেউ সেই পথে আগ্রহী না।

Leave a Reply

Your email address will not be published.