ফ্যাসিবাদের কাল বুদ্ধিব্রিত্তিক অচলায়তন কাটিয়ে ওঠার শ্রেষ্ঠ সময়

ফ্যাসিবাদের কাল  বুদ্ধিব্রিত্তিক অচলায়তন কাটিয়ে ওঠার শ্রেষ্ঠ সময়। 

বাংলাদেশের চিন্তা চর্চার মান  এবং সেই চর্চার প্রশ্ন গুলোতে জন মানুষের বাস্তবতার উপস্থিতি  হতাশা জনক ছিল। কিন্তু এই বছরের বই মেলায় পরিষ্কার বোঝা যাচ্ছে, আমাদের ফাইট ব্যাক শুরু হয়েছে। এবং এর জন্যে আওয়ামী লীগের এই অপশাসনকে একটা ধন্যবাদ দিতেই হয়।  

এই বছর বই মেলায় অসাধারন কিছু মানুষ এবং অসাধারন কিছু এক্টিভিস্টের লেখা বই বের হচ্ছে।  এইটা পরিষ্কার যে আধিপত্যবাদী লুটেরা ডিস্কোরস তার  অশ্লীল কদর্য  চিন্তাকে জনদরদীর মুখোশে লুকিয়ে রেখে এই দেশের সর্বস্ব শুষে শুষে খাচ্ছে তার আভ্যন্তরীণ বাহ্যিক চেহারা, কাঠামো, পদ্ধতি সব কিছু উন্মোচন  করতে একটা নতুন চিন্তার লড়াই সমাজে হাজির হয়েছে।

আমি শুধু যাদের সাথে পরিচিত তাদের কথাই বলতে পারবো কিন্তু আমি নিশ্চিত আমার চেনার বাহিরে আরো অনেক অসাধারণ লেখকের বই এই বছর বের হচ্ছে যা  পচে গলে গন্ধ বের হয়ে যাওয়া বাংলাদেশকে মাটির মমতায় নতুন করে  নির্মাণ করবে।

এদের একজনের সাথেও আমার ১০০% চিন্তায় মিল নাই।সকলেই স্বতন্ত্র । এমন কি কেউ কেউ মুখোমুখী চিন্তার এক্টিভিস্ট। কিন্তু সকলেই নির্দ্বিধায় আজকে বাংলাদেশের চিন্তার জগতে বর্তমান ফ্যাসিসট বয়ানকে বিভিন্ন ভাবে ডিকন্সট্রাক্ট করছেন। এবং তারা সকলেই আমার কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। 

ফাইজ তাইয়েবের বই, চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশ বের হচ্ছে।(ফাইজ় তাইয়েব আহমেদ)

কল্লোল মুস্তফার বই  কর্তৃত্ব, আধিপত্য এবং মুক্তির দিশা । (Kallol Mustafa)

আবু মুস্তাফিজের  সাইন্স ফিকশান , “শিন্টু ধরমালম্বি রাজা সবুজ ভদ্রমহিলা এবং একজন অভদ্র সমুকামী ” 😛  (শাপ্লুদার আইডি খুঁজে পেলাম না।)

পারভেজ আলমের বই  “মদিনা”। (পারভেজ আলম )

মোহাম্মদ নাহিদ হাসান এর  বই :বড় আপা, ক্রসফায়ার ও অন্যান্য”।  ()

ফাহাম আব্দুস সালামের বই বের হচ্ছে, “বাঙালি মিডিওক্রিটির সন্ধানে”। (Faham Abdus Salam)

পিনাকি ভট্টাচার্যের  বই “স্বাধীনতা উত্তর বাংলাদেশ” ।  (Pinaki Bhattacharya)

ডক্টর মারুফ মল্লিকের বই  “গুমের রাজনীতি ও খাশোগি”। (Maruf Mallick )

অনুপম দেবাশি রায় কালকের আন্দোলন, আজকের আন্দোলন (Anupam Debashis Roy)

প্রশান্ত ত্রিপুরা উপনিবেশিকতার ছায়ায় বাংলাদেশ।  (Prashanta Tripura )

সারোয়ার তুষার আর সহুল আহমেদ মুন্নার যৌথ বই  সময়ের ব্যবচ্ছেদ। (Sarwar Tusher Sohul Ahmed Munna)

ইরফানুর রহমান রাফিনের  উপন্যাস এক অসাধারন সময়ের স্মৃতি। (Irfanur Rahman Rafin )

আসিফ নজরুলের মানবাধিকার। (Asif Nazrul )

আলতাফ পারভেজ মিয়া অসমীয়া এনআরসি এবং লুই আলথুসেরের  রাষ্ট্র ও ভাবাদর্শ (Altaf Parvez)

কিছু দিন আগে বের হয়েছে, প্রফেসর আলী রিয়াজের ভোটিং ইন হাইব্রিড রেজিম। (Ali Riaz)

মেলার পরে বের হবে, ফারুক ওয়াসিফ ভাইয়ের দেশের স্মৃতি ভাগের ইতিহাস।(Faruk Wasif )

আহমেদ স্বপন মাহমুদ । বিনাশ অবিনাশের পথ: রাষ্ট্র, রাজনীতি ও জনপদ। (Ahmed Swapan Mahmud)

এই গুলো ছাড়াও নিয়মিত বিরতিতে প্রকাশিত হচ্ছে আনু মুহম্মদ স্যারের সম্পাদনায়  “সর্বজনকথা”, জগলুল আসাদের সম্পাদনায়”চিন্তাযান”,  এবং রাষ্ট্রচিন্তার  জার্নাল “রাষ্ট্রচিন্তা”  , অরাজের সাময়িকি “অরাজ”

যাদের নাম উল্লেখ করতে পারলাম সকলেই বিভিন্ন ভাবে পরিচিত।

কিন্তু শুধু পরিচিত বলে নয় আমি গভীর ভাবে বিশ্বাস করি, এরা সকলেই বর্তমান সময় আমাদের সমাজের ভেতর যে গভীর ক্ষত তৈরি করছে এবং পুরো রাষ্ট্র আজ যে অস্তিত্বের সংকটের মুখে পড়েছে  তার থেকে মুক্তির পথ খুজতেছেন। এক এক জন এক ভাবে খুজতেছেন। ফলে তাদের মধ্যে চিন্তার অনেক দ্বন্দ্ব আছে। ইনাদের প্রত্যেকের সাথে আমার চিন্তার দ্বন্দ্ব আছে।

কিন্তু সব চেয়ে আশার বিষয় হচ্ছে, আমরা যে গন্তব্য খুজতেছি তা আমাদের সকলকে  একই পথের পথিক বানিয়ে দিয়েছে। একটা দীর্ঘ লড়াই পাশা পাশি করলে অপরিচিতও পরিচিত হয়ে যায়। ভিন্ন চিন্তার মানুষ ও একাত্ন  হয়ে যায়। এই একাত্মতার বন্ধন অনেক সময় আত্মিয়তা থেকেও  বেশি গভীর হতে পারে।

যাদের আমি চিনি তাদের নাম বলতে পারলাম। কিন্তু, আমি নিশ্চিত আমার ব্যক্তিগত  চেনা জানার বাহিরেও আরো লেখকের চিন্তকের বই এই বার বের হবে। এবং আমার বিশ্বাস এখানে যাদের নাম বলতে পেরেছি তাদের চেয়েও গুরুত্বপূর্ণ চিন্তা আমাদের আড়ালেই আজকে মাঠে নেমে পরেছে পথের সন্ধান করছে।

এই জাতি অনেক মিথ্যে ভোর দেখে প্রতারিত হয়েছে। কিন্তু, আমি দৃঢ়  ভাবে বিশ্বাস করি, এই বারের সূর্য একটি নতুন দিন নিয়ে আসবে।

Leave a Reply

Your email address will not be published.