এই দেশের ইতিহাসের সব চেয়ে খরুচে প্রকল্পে কেন আমরা আন কম্পিটিভ ভাবে টেন্ডারিং করলাম ? – জিয়া হাসান

এই দেশের ইতিহাসের সব চেয়ে খরুচে প্রকল্পে কেন আমরা আন কম্পিটিভ ভাবে টেন্ডারিং করলাম ?

শেখ হাসিনা যদি তার শাসনামলের কোন সিদ্ধান্তের জন্যে ধন্যবাদ ডিজারভ করেন, তবে সেইটা পদ্মা সেতুর জন্যে এবং সেই ধন্যবাদ তাকে দিতেই হবে। এবং আমি দেবো।

কিন্তু প্রশ্ন হচ্ছে এখন কেন ? পদ্মা সেতুর তো মাত্র স্পান লাগানো কমপ্লিট হলো, মূল সেতুর কাজ শেষ হতে আরো দেড় বছর বাকি। তার মানে কি এর পরে রঙ লাগানোোর পরে, আরেক বার উনাকে নিয়ে স্তুতি গাথা গাইতে হবে, পীচ ঢালাই এর পরে আরেক দফা, স্ক্রু টাইট দেওয়ার পরে আরেক দফা ? কি অদ্ভুত ক্ষমতা তোষণ মানসিকতা তৈরি করা হয়েছে ? দেখলাম মাহফুজ আনামের মত বর্ষীয়ান সাংবাদিক তেলেতেলে উন্নয়ন তোফা দিয়ে গ্যাছেন কলাম লেখে ? এই ভিরুতার শেষ কোথায় ?

যেখানে, উনাদের প্রশ্ন করার দরকার ছিল যে কেন ২০১৯ সালে, শেষ করার কথা বলে এখনো সেতু শেষ করা যায় নাই ? আরো দেড় বছর লাগবে ?কেন সেতুর কাজ শুরু করার পরে, নকশায় এতো ত্রুটি কেন পাওয়া গেল? কেন মাত্র দুই মাস আগে আমরা জানলাম, রেল প্রকল্প অনুসারে সেতুতে ক্লিয়ারিং হাইট নাই ? আরেক বার নকশা পরিবর্তন করতে হয়েছে ? কেন, ২০০৭ সালে একনেক বৈঠকে ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লাখ টাকার প্রকল্প, ২০২০ সালে ৩০ হাজার কোটি টাকায় ছুয়েছে ? কেন পদ্মা সেতু বিশ্বের সব চেয়ে খরুচে প্রকল্প গুলোর মধ্যে একটা ? পাইলিনের যুক্তি কি যথেষ্ট ? সাগরের মধ্যে যে সব প্রকল্প হয়েছে সেই গুলোতে কি গভীর পাইলিং হয় না ? ভারত যে, আসামে নয় কিমি দীর্ঘের সেতু করলো, ২০১৭ সালে মাত্র ১০০০ কোটি টাকায়, সেই সেতু গুলোতে পাইলিনের দীর্ঘ কত ?

১০৫ বছর আগে পদ্মা নদীর ওপর নির্মিত হার্ডিঞ্জ ব্রিজটি ছিল ডাবল লাইনের। সেক্ষেত্রে ২০২৩ সালে গিয়ে পদ্মা সেতুতে করা হচ্ছে সিঙ্গেল লাইন সিঙ্গেল লাইন রেলপথ। ৩০ হাজার কোটি টাকা খরছ করে, সিঙ্গেল লাইন রেল সেতু কেন ? পদ্মা সেতুর মূল প্রকল্পে কেন মাত্র একটি কোম্পানি বিড সাবমিট করেছে ? এই দেশের ইতিহাসের সব চেয়ে খরুচে প্রকল্পে কেন আমরা আন কম্পিটিভ ভাবে টেন্ডারিং করলাম ? কেন। আবুল হাসানকে নিয়ে বিশ্ব ব্যাংক যে অভিযোগ করেছিল, সেই সাকো ইন্টারন্যাশনালকে সামনে রেখে, নদি শাসনের কাজ সাইনো হাইড্রো ঠিকি পেল ? কেন বছরে, ৫ লক্ষ কোটি টাকা বাজেট যে দেশের, সেই দেশে, বছরে এভারেজে ৫ হাজার কোটি টাকা খরচ করা সেতু করতে, পাব্লিকের কাছে হাত পাততে হলো । ব্যাঙ্কে ব্যাঙ্কে, দানবাস্ক খোলা হলো ? কেন যেই দেশে, পিকে হালদার একলা ১০ হাজার কোটি টাকা মেরে দেয় , যে দেশে এননট্যাক্সের ইউনুসের মত প্রাক্তন গাড়ি চোরেরা ৬ হাজার কোটি টাকা মেরে দেয়, সেই দেশে ৩০ হাজার কোটি টাকা খরছ করে, পাব্লিকের কাছে হাত পেতে একটা ব্রিজের প্রোজেক্ট নিয়ে সবাইকে এতো তেলতেলে হতে হবে। এই সাধারন প্রশ্ন গুলো যে জাতি করতে পারেনা, শিরদাঁড়াহীন গ্লাইসেরা মুজিবি সেই জাতি পদ্মা সেতু নয়, আরো ২০ টা সেতু হলেও কি মাথা উচু করে দাড়াতে পারবে ?

1 Comment

  1. পদ্মাসেতু যেখানে হলো, হার্ডিঞ্জ ব্রিজ কী সেখানেই?
    কোনটার দৈর্ঘ্য কত জানেন?
    দানবাক্স ঠিক কই পাইলেন?
    রেফারেন্স দেন তো।

Leave a Reply to Wangru Cancel reply

Your email address will not be published.