এই মুহূর্তে বাংলাদেশের সামর্থ্য নাই ভারতকে অক্সিজেন দিয়ে সাহায্য করার

FILE PHOTO: Patients suffering from COVID-19 share a bed as they receive treatment at the casualty ward in Lok Nayak Jai Prakash (LNJP) hospital in New Delhi, India April 15, 2021. REUTERS/Danish Siddiqui/File Photo

কিছু মনে করবেন না।
আসলেই এই মুহূর্তে বাংলাদেশের সামর্থ্য নাই ভারতকে অক্সিজেন দিয়ে সাহায্য করার। বড় কোন ধরনের মেডিকেল সাহায্য দেওয়ার ক্যাপাসিটি ও বাংলাদেশের এই মুহূর্তে নাই।
সোশ্যাল মিডিয়াতে আমি আপনি যেসব কথা বলি, তাতে আসলে সরকারের কিছুই ছিড়ে না।
ফলে ভারতকে সাহায্য দেওয়া হবে কি হবে না এটা নিয়ে আমার আপনার বক্তব্যের কোন আসলে বেইল নাই।
আমরা সবাই আমাদের অনুভূতি প্রকাশ করছি ,সহমর্মিতা প্রকাশ করছি।
ভারতের লক্ষ্ লক্ষ্ জনগণের উপরে কোভিদ যে ভয়াবহ বিপর্যয় নিয়ে এসেছে, তার রেস্পন্সে আপনি আমি যে একটা দুইটা কমেন্ট বা স্ট্যাটাস লিখি তাতে কিছুই যেহেতু যায় আসে না, আমাদের কমেন্টগুলোতে আসলে আমাদের একটা জিনিসই করার আছে- তা হচ্ছে প্রমাণ করা – যে আমরা আমাদের ঘৃণার দাস হয়ে যায়নি। আমরা অমানুষ হয়ে যাইনি। আর
আমাদের ভারতীয় বন্ধু বান্ধব দের কে জানানো আমরা তাদের পাশে আছি।
আমরা কেউ ফেরেস্তা না। আমাদের সবার রাগ ক্ষোভ ঘৃণা আছে। ভারতীয় সরকারের আচরণের বিরুদ্ধে আমাদের যৌক্তিক সমালোচনা রয়েছে।
কিন্তু কিছু কিছু মুহূর্ত আসে যে মুহূর্তে, নিজেকে প্রমাণ করতে হয়- আপনি একজন মানুষ,
আপনার রাগ ক্ষোভ ঘৃণা আপনার মনুষ্যত্বকে ছাপায় উঠতে পারেনাই।
আপনি এখনো একজন মানুষ আছেন।

Leave a Reply

Your email address will not be published.